প্রিন্ট এর তারিখঃ Jan 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jan 11, 2026 ইং
ঘাটাইলে নবীনবরণ ও পিঠা উৎসব

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার অনন্য শিশু শিক্ষা প্রতিষ্ঠান প্রভাকর মডেল একাডেমি নতুন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে বরণ, বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা ও শীতকালীন পিঠা উৎসবের আয়োজন করা হয়।শনিবার (১০ জানুয়ারি) সকালে প্রভাকর মডেল একাডেমির সাগরদীঘি ক্যাম্পাসে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্কুলের মেধাবী শিক্ষার্থী, অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা।
নবীনবরণের এই দিনে পিঠা উৎসবে বাঙালির ঐতিহ্যবাহী পুলি পিঠা, পাটিসাপটা, জামাই পিঠা, বেনি পিঠা, পাকান পিঠা, ভাপা পিঠা, কমলা সুন্দরী, নকশি পিঠা, সেমাই পুলি পিঠা, রস পিঠা, ছিটা রুটি, শামুক পিঠা, ডিম পিঠাসহ প্রায় ২০ রকমের পিঠার আয়োজন করেন প্রভাকর মডেল একাডেমির শিক্ষার্থীরা। ক্যাম্পাসে প্রবেশের প্রথম দিনেই নবীন শিক্ষার্থীরা এমন অনুষ্ঠান প্রত্যক্ষ করতে পেরে খুবই আনন্দিত বোধ করেছেন। ওই স্কুলের অভিভাবক আকরাম হোসেন বলেন, ‘বাঙালীর ঐতিহ্য এবং সংস্কৃতির অন্যতম উপাদান পিঠা উৎসব। প্রভাকর মডেল একাডেমির এমন ব্যতীক্রম আয়োজন বাচ্চাদের নিজেদের ঐতিহ্য শিখাতে উৎসাহিত করবে।’ প্রধান শিক্ষক কবির হেসেন বলেন, প্রভাকর মডেল একাডেমির শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি নানা সৃজনশীল কাজকর্ম করে থাকে।
আমাদের এই উৎসব নতুন শিক্ষার্থী ও পুরোনো শিক্ষার্থীদের মধ্যে প্রথম থেকেই আশা করি একটি সুন্দর সম্পর্ক গড়ে দিতে সক্ষম হবে। বিশেষ করে নতুন-পুরোনো মিলে যেভাবে আমাদের এই উৎসবটি সাফল্য মন্ডিত করল, সেটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
© সকল কিছুর স্বত্বাধিকারঃdailyprogotiralo.com